
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মহনন করেছেন এক প্রেমিক যুগল। শুক্রবার (১২ মে) রাতে উপজেলা সদরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে খুকু মনি (২২) ও কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মানিক মিয়ার ছেলে নুর ইসলাম (২৫)। কাশিয়ানী থানার ওসি একে এম আলীনুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভগ্নিপতি রিপন মিয়ার বাড়িতে থাকতেন খুকু মনি। নুর ইসলাম খুকু মনির ভগ্নিপতির সঙ্গে কাঠ মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। এরই সুবাদে খুকু মনির সঙ্গে নুর ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাতে তারা দু’জন ভগ্নিপতির বাড়িতে রাতের খাবার খায়। পরে রাতের কোনো একসময় বাড়ির পাশের একটি রেইন্ট্রি গাছের ডালে ওড়না পেঁচিয়ে দু’জন একই সঙ্গে গলায় ফাঁস নেন।
শনিবার (১৩ মে) সকালে স্থানীয়রা গাছের সঙ্গে তাদের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান। ওসি আরো জানান, কেন তারা আত্মহত্যা করেছেন তার কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
This is dummy text. It is not meant to be read. Accordingly, it is difficult to figure out when to end it. But then, this is dummy text. It is not meant to be read. Period.
ConversionConversion EmoticonEmoticon